রহমত নিউজ 11 November, 2025 11:12 AM
আসন্ন ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এবং সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
জমিয়ত নেতারা বলেছেন, এই সম্মেলন সফল করা প্রতিটি ঈমানদার মুসলমানের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব।
সোমবার (১০ নভেম্বর)ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় মাসিক গুরুত্বপূর্ণ বৈঠক জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দর রব ইউসুফী সিনিয়র সহ-সভাপতি জননেত উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা লোকমান মাযহারীর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম মাওলানা শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মুফতি আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি তাহের সাঈদ, মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক মাওলানমাওলানা জাবের কাসেমী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ,সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহীম, মাওলানা আজিজুর রহমান মাদানী, মাওলানা আবুল বাশার প্রমুখ।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পাকিস্তানের খ্যাতিমান ইসলামি নেতা জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও আন্তর্জাতিক খতমে নবুওয়াত আন্দোলনের পুরোধা মাওলানা ফজলুর রহমান।
জমিয়ত নেতৃবৃন্দ উনার আগমন উপলক্ষে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশিষ্টজন ও সুধী সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সকল ইসলামপ্রিয় নাগরিক, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দকে এ সম্মেলন ও সুধী সমাবেশে যোগ দিয়ে অনুষ্ঠানসমূহকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।